
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গরম পড়তেই পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া-২ গ্রাম পঞ্চায়েতের রামনগর গ্রামে। প্রশাসনের বিভিন্ন স্তরে দীর্ঘদিন ধরে আবেদন জানিয়েও পর্যাপ্ত পানীয় জল না পাওয়ায় এবার লোকসভা নির্বাচন বয়কটের ডাক, পোস্টার পড়ল গ্রামের দেওয়ালে দেওয়ালে। ভোট বয়কটের ডাক দিয়ে রবিবার রাতের অন্ধকারে কেউ বা কারা গ্রামের বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়েছে। সোমবার সকালে গ্রামবাসীরা সেই সমস্ত পোস্টারগুলি দেখতে পান। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লক মালদা (দক্ষিণ) লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
রামনগর গ্রামের বাসিন্দা শরমা মন্ডল নামে এক মহিলা বলেন, "আজ সকালে আমরা গ্রামের বিভিন্ন প্রান্তে ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার দেখতে পেয়েছি। গ্রামে পানীয় জলের অভাব এবং আবাস যোজনায় দুর্নীতির জন্য এই পোস্টারগুলি পড়েছে।"
তাঁর অভিযোগ, "এই এলাকার সরকারি কলগুলি দিয়ে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত জল পড়ে না। গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত সদস্য সকলেই গোটা ঘটনাটি জানেন। প্রায় এক বছরের বেশি সময় ধরে গ্রামে জলকষ্ট তীব্র আকার ধারণ করেছে। কিন্তু কোনও রাজনৈতিক দল আমাদের সমস্যার সমাধান করেনি। তাই আমরা ভোট বয়কটের ডাককে সমর্থন করছি।"
মৌসুমি মন্ডল নামে অপর এক বাসিন্দা বলেন, "গ্রামের মাত্র একটি কল থেকে ২০০ পরিবার জল সংগ্রহ করে। ঘরের কাজের জন্য আমরা প্রয়োজনীয় জল পাই না। উপরন্ত গরম পড়তেই পানীয় জলের সঙ্কট তীব্র আকার ধারণ করেছে।"
তিনি আরও বলেন, "জাফরগঞ্জ থেকে পিএইচই গ্রামে জল সরবরাহ করে। কিন্তু সেই জল কখন আসবে এবং কতক্ষন থাকবে কেউ জানে না। তাই আমরা সকলে লোকসভা ভোট বয়কটের ডাককে সমর্থন করছি।"
ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, "যে গ্রামে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে সেখানে বামেদের এক পঞ্চায়েত সদস্য রয়েছেন। তিনি এলাকার কোনও কাজ করেন না এবং আবাস যোজনা দুর্নীতিতেও তাঁর নাম জড়িয়েছে।"
তৃণমূল বিধায়ক বলেন, "ফারাক্কার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এলাকায় জল সমস্যা দূর করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে বেওয়া -১ এবং বেওয়া-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যে প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে জল প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে ওই এলাকায় পানীয় জলের সমস্যা দূর হবে।" তৃণমূল বিধায়ক গ্রামবাসীদের ভোট বয়কটের ডাক থেকে সরে আসার আবেদন জানান।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী